ছবি,আহত শিক্ষক ও তার পরিবার
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার স্ত্রীসহ একই পরিবারের ৪ জন আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতাল পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে উপজেলার লালদিঘী ফতেপুর গ্রামে।
অভিযোগে জানা গেছে, উপজেলার লালদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও লালদিঘী ফতেপুর গ্রামের ইয়াতিমুল হাসান লিটনের সঙ্গে প্রতিবেশী মৃত্যু মোজাম্মেল হকের পুত্র শফিকুল ইসলামের দীর্ঘ দিন ধরে প্রায় ২০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে বুধবার বিকালে প্রধান শিক্ষক ইয়াতিমুল হাসান লিটন (৫০) ঐ বিরোধপূর্ণ জমি পরিস্কার করতে গেলে প্রতিপক্ষ শফিকুল ইসলাম ও তার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সর্জিত হয়ে আকর্ষিকভাবে হামলা চালায়।এ সময় শিক্ষক লিটনকে লাঠি দিয়ে এলোপাথাড়ী মারডাং করতে থাকলে তার স্ত্রী ফরিদা ইয়াছমিন (৪৫),পুত্র ফিদেল আল হাসান (১৩),ভাই মোস্তাফিজার রহমান সোহাগ এগিয়ে আসে। এতে ক্ষিপ্ত প্রতিপক্ষের লোকজন তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় এজাহার দাখিল করা হয়েছে।